ঢাকা: দক্ষিণ সিটি করপোরেশনে ৪০টি ভোটকেন্দ্র দখলের অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার ভোটগ্রহণ শুরুর আধাঘণ্টা পর মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রেসউইংয়ের কর্মকর্তা মাহমুদ হাসান এ অভিযযোগ করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কমপক্ষে ৪০টি ভোটকেন্দ্র দখন করেছে। সেখানে তাদের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে: ফকিরাপুল প্রাথমিক বিদ্যালয়, নটরডেম কলেজ, পূর্ব গোরান মদিনাতুল উলুম মাদরাসা, উত্তর গোরান স্কুল, প্যারিস ইন্টারন্যাশনাল স্কুল, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ, কমলাপুর স্কুল, যাত্রাবাড়ী স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট্রাল কলেজ, শান্তিপুর উচ্চ বিদ্যালয়সহ ৪০টি কেন্দ্র।
London Bangla A Force for the community…
