ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / সৌম্যর সেঞ্চুরিতে ৩–০ তে সিরিজ জিতে বাংলাওয়াশ হলো পাকিস্তান

সৌম্যর সেঞ্চুরিতে ৩–০ তে সিরিজ জিতে বাংলাওয়াশ হলো পাকিস্তান

পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ৩–০ তে সিরিজ জিতল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে দলকে মজবুত সূচনা এনে দিয়েছেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। তামিম ব্যক্তিগত ৬৪ রানে ও মাহমুদুল্লা রিয়াদ ৭ রান করে আউট হলেও সৌম্য করলেন জীবনের প্রথম সেঞ্চুরি। এরপর দলীয় স্কোরে ৯ রান যোগ হতেই সাজঘরে ফিরে যান বিশ্বকাপে দলের অন্যতম সফল ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। এটিই ছিল পাকিস্তানের শেষ সফলতা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশের। সৌম্য সরকার ও মুশফিকুর রহিম দলকে পৌঁছে দেন গন্তব্যে। নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন সম্ভাবনাময় তরুণ ব্যাটসম্যান সৌম্য সরকার। ১১০ বল থেকে তিনি সংগ্রহ করেন ১২৭ রান। ৪৩ বল থেকে ৪৯ রান করেন মুশফিকুর রহিম। এই জয়ের ফলে ৩-০তে সিরিজ জিতল টাইগাররা। সেই সঙ্গে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর এবার টেস্টখেলুড়ে দেশের মধ্যে বাংলাওয়াশের স্বাদ পেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান।
এর আগে বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সাকিব-সানির ঘূর্ণিতে মাত্র ৪৭ রানে পাকিস্তানের শেষ ৮ উইকেট তুলে ৪৯ ওভারে ২৫০ রানে অলআউট হয়ে যায় সফররত পাকিস্তান। দলটির বর্তমান ওয়ানডে দলপতি আজহার আলী সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন। ফলে পাঁচ বছর পর ওয়ানডেতে কোন পাকিস্তানী অধিনায়কের সেঞ্চুরি দেখলো ক্রিকেট বিশ্ব।