বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীদের উপর যে যৌন সহিংসতার ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে দেশজুড়ে তোলপাড় চললেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল দাবি করেছেন, ভিডিও ফুটেজে এরকম কোনো আলামত পায়নি পুলিশ।
http://youtu.be/gP9rLQRiJXE
বিবিসি বাংলার সাথে স্বাক্ষাৎকারে মন্ত্রী দাবি করেন, ‘আমি ভিডিও ফুটেজ দেখেছি। সেখানে দেখা গেছে অনেকগুলো ছেলের মাঝখানে একজন নারী আছে। তার শরীর থেকে ওড়না পড়ে গিয়েছে, অন্য একজন আবার সে ওড়না উঠিয়ে দিয়েছে।’
এত মানুষের ভীড়ে যৌন সহিংসতা সম্ভব কিনা, সেও প্রশ্নও রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরও ভিডিও ফুটেজ দেখে দেখে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে ওই দিনের ভিডিও ফুটেজ-সহ বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। জোরালো হচ্ছে যৌন সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি। তবে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন সহ বেশ কিছু সংগঠন-এর সমাবেশ থেকে অভিযোগ করা হয়েছে, প্রশাসন ঘটনার বিচার করার পরিবর্তে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের তীব্র সমালোচনা করা হয়েছে সমাবেশ থেকে।