বিগ্রেডিয়ার জেনারেল হান্নান শাহ বলেছেন, প্রধানমন্ত্রী ঘাবড়ে গেছে বলেই অযৌক্তিক ও অগ্রহণযোগ্য কথাবার্তা বলেছেন।সরকারি দল সমর্থিত প্রার্থীরা সমানে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ২০ দল সমর্থিত প্রার্থীরা মাঠে নামতে পারছে না। জাতীয় প্রেসক্লাবের মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরুতে বিগ্রেডিয়ার হান্না শাহ এসব কথা বলেন।হান্নান শাহ বলেছেন, ২০ দলের গণজোয়ার দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘাবড়ে গেছেন। সোমবার জাতীয় প্লেসক্লাবে মির্জা আব্বাসের ইশতেহার ঘোষণা শুরু হয়েছেন।
London Bangla A Force for the community…
