ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / মিছিল করলেই প্রার্থিতা বাতিল

মিছিল করলেই প্রার্থিতা বাতিল

যে সব প্রার্থী নির্দেশনা থাকার পরও নির্বাচনী মিছিল করবেন তাদের প্রার্থিতা বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আমরা রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। তাদের আরও কঠোর হতে বলা হচ্ছে। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।
নির্বাচনী প্রচারণায় মাইকের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, বিধি অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মাইকে প্রচারণা চালানোর বিধান আছে। এ ক্ষেত্রে প্রতি ওয়ার্ডে প্রচারণার জন্য একটি ও পথসভায় আরও একটি মাইক ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। কোনো প্রার্থী একাধিক মাইক ব্যবহার করে প্রচারণা চালালে অথবা সময়ের আগে মাইকে প্রচারণা শুরু করলে ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে মিছিল নিষিদ্ধ করেছে ইসি। নিষিদ্ধ করেছে জনসভাও। তবে গণসংযোগকালে কেবল একটি মাইক নিয়ে পথসভা করা যাবে।