আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন আ হ ম মুস্তফা কামাল। বুধবার দুপুরে অস্ট্রেলিয়া থেকে ঢাকা ফিরে এই পদত্যাগের ঘোষণা করেন তিনি।
নয় মাস পদটিতে থেকে আজ তার অবসান ঘোষণা করছি, বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে বলেন মুস্তফা কামাল।
তিনি বলেন, এখন থেকে আমি যে বক্তব্য দেবো তা হবে আইসিসি’র সাবেক সভাপতির বক্তব্য।
মুস্তফা কামাল বলেন, আমি যা বলেছি তা ষোল কোটি মানুষের বক্তব্য। আমি তা প্রত্যাহার করবো না, আমি পদত্যাগ করবো।
তিনি আরও বলেন, আইসিসি এবারের বিশ্বকাপের ফাইনালে যে আচরণ করেছে তা সংগঠনের সংবিধানের পরিপন্থি। আমি সংবিধান বিরোধী কোনও সংস্থার সঙ্গে থাকতে পারি না।
মুস্তফা কামাল বলেন, আইসিসি’র ভেতরে কি হয় তা বিশ্ববাসীকে জানাতেই এই পদত্যাগ।