৩১ মার্চ ২০১৫: কলকাতার হয়ে তিন মৌসুম কাটানো সাকিব আল হাসানকে আবারো দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে আইপিএলে। বাংলাদেশের হয়ে সফল বিশ্বকাপ কাটানো সাকিব আল হাসান আইপিএলের প্রথম দুটি ম্যাচ খেলতে ভারত যাচ্ছেন এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ। পাকিস্তান সিরিজ শুরু হওয়ার আগেই বাংলাদেশে ফিরে আসবেন সাকিব।
এর আগে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এনওসি পেয়েছেন সাকিব। এনওসিতে তাকে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছে। ১২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজের প্রস্তুতি শিবিরে প্রথম দিনেই যোগ দেবেন সাকিব।
৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের। ১১ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবে কেকেআর।
উল্লেখ্য, আইপিএল খেলতে যাওয়ার কারণে ৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি একদিনের টুর্নামেন্টে পাওয়া যাবে না সাকিব আল হাসানকে।
London Bangla A Force for the community…
