ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / আরব আমিরাতে অগ্নিকাণ্ডে অন্তত ৩ বাংলাদেশিসহ নিহত ১০

আরব আমিরাতে অগ্নিকাণ্ডে অন্তত ৩ বাংলাদেশিসহ নিহত ১০

abu dhabi২০ ফেব্রুয়ারি ২০১৫: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শিল্প নগরী মুসাফাহের একটি টায়ারের দোকানে অগ্নিকাণ্ডে অন্তত ৩ বাংলাদেশিসহ ১০ জন নিহত হয়েছেন। রাজধানী আবু ধাবির দক্ষিণ-পূর্বে এ শহরের অবস্থান। নিহতদের বেশিরভাগই চট্টগ্রামের রাউজানের বাসিন্দা বলে জানা গেছে।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৬ মিনিটে মুসাফাহের ৭ নং প্রথম গলিতে আগুনের সূত্রপাত। এ ঘটনায় আরো ১২ জন দগ্ধ হয়েছেন বলেও জানা গেছে। ওই ভবনের নিচতলায় একটি টায়ার তৈরিকারী প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। আর উপরের তলাগুলোতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা থাকতেন।

অগ্নিদগ্ধ ১০ জনের লাশ আবুধাবী শেখ খলিফা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাদেরকে ডিএনএ টেষ্ট করে পরিচয় সনাক্ত করতে হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের দূতাবাসের লোকজন সেখান গেছে। পোড়া বডিগুলো চেনার উপায় নেই। এখন পর্যন্ত আমরা তিনজন বাংলাদেশির কথা জানতে পেরেছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই ভবনে আগুন লাগে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এখনো উদ্ধারকাজ শেষ হয়নি। ফলে বিস্তারিত তথ্য পেতে দেরি হচ্ছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত বাংলাদেশি শ্রমিকদের অন্যতম প্রধান গন্তব্য। সরকারি হিসাবে বর্তমানে ১২ থেকে ১৫ লাখ বাংলাদেশি আমিরাতে বিভিন্ন পেশায় কাজ করছেন। ২০১৩ সালের জুন মাসে শারজায় একটি কীটনাশক তৈরির কারখানায় আগুন লেগে ছয় বাংলাদেশির মৃত্যু হয়। ২০১০ সালে দুবাইয়ে এক অগ্নিকাণ্ডে নিহত হন আরও চার বাংলাদেশি।