ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / আবারও ডিগবাজী দেবেন এরশাদ!

আবারও ডিগবাজী দেবেন এরশাদ!

আবারও ডিগবাজী দিতে পারেন জাতীয় পার্টিও চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। চারদিনের ভারত সফরে শেষে দেশে আসার পর এমন ঘোষণা আসতে পারে বলে জাপার জ্যেষ্ঠ নেতারা মেন করছেন। গত মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ৯ ডব্লিইউ ২৭১ বিমানযোগে তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ৬ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। এরশাদ এ সফরে ভারতের মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে না পেলেও বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দেশের রাজনীতিতে ২০ দলীয় জোটের পক্ষে জনমত সৃষ্টি হয়েছে। এ জন্য এরশাদ আবারও ডিগবাজি দিয়ে নাটকীয়তার জন্ম দিতে পারেন বলে জাপার নীতি নির্ধারণী মহল থেকে জানা গেছে।

সূত্রমতে, বিএনপি জোটের চলমান আন্দোলনের সফলতার ওপরই নির্ভর করছে এরশাদের ডিগবাজি। বিএনপি জোটের এবারের আন্দোলন সফল না হলে এরশাদ বর্তমান সরকারের পক্ষেই জোরালো অবস্থান নেবেন এবং বিএনপি জোটের বিরুদ্ধে আগের মতই সমালোচনায় মুখর থাকবেন। আর বিএনপির আন্দোলনে সফল এবং আওয়ামী লীগ নতুন নির্বাচন দিতে সম্মত হলে এক্ষেত্রে তিনি আগেভাগেই সরকারের বিরুদ্ধে মুখ খুলবেন। চূড়ান্ত আন্দোলনে বিএনপি জয়ী হচ্ছে টের পেলে সাবেক এ রাস্ট্রপতি ডিগবাজি দিয়ে সরকারের বিরুদ্ধে আগাম প্রকাশ্য অবস্থান নেবেন।