রাজধানীর রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে শিবিরের এক নেতা নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি, জামায়াত-শিবিরের নিজেদের মধ্যেই বন্দুকযুদ্ধ হলে ওই ব্যক্তি আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার ভোররাত ৩টা ৩৭ মিনিটে এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয় বলে জানান রূপনগর থানার এসআই আবদুল আজিজ।
তিনি বলেন, ভোরে বেড়িবাঁধ এলাকায় জামায়াত-শিবিরের নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। সে সময় মিরপুর থানা-পুলিশ অজ্ঞাত এক যুবককে (৩০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রূপনগর থানায় হস্তান্তর করে। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঢামেক সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে রূপনগর থানার একজন এসআই সরাসরি লাশ মর্গে রেখে চলে যান। এখনো কোনো কাগজপত্র দেওয়া হয়নি। নিহত যুবকের পরনে শার্ট, জিনসের জ্যাকেট ও নরমাল প্যান্ট রয়েছে। তার শরীরে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।