সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন। ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। বৃহ¯পতিবার রাতে হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। সৌদি আরবের রাস্ট্রীয় টেলিভিশন তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসঁফুসের ইনফেকশনে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। শেষ খবর পাওয়া পর্যন্ত তার জানাজার সময় এখনো নির্ধারন করা হয়নি। বাদশাহ আব্দ্ল্লুাহর মৃত্যুতে সৌদি আরবের নতুন রাজা হিশেবে অভিষিক্ত হয়েছেন তার ৭৯ বয়সী ছোটভাই সালমান বিল আব্দুল আজিজ আল সৌদ। তিনি এখন থেকে রাস্ট্রের সকল নির্বাহী দায়িত্ব পালন করবেন।
London Bangla A Force for the community…

