ঢাকা: রোববার রাত পৌনে ৮টার দিকেই কাকরাইলের নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টন যাওয়া ও আসার রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। রাত ১০টার ব্যারিকেড বসানো হয়েছে পল্টনের বিভিন্ন অলিগলি থেকে মূল সড়কে ওঠার মুখে।
এরফলে বিএনপির প্রধান কার্যালয়কে একেবারে বিচ্ছিন্ন করে দিল পুলিশ। যদিও শনিবার রাত থেকেই সেখানে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
সন্ধ্যায়ই নাইটিঙ্গেল মোড়ে ব্যারিকেড বসানোর সময়ই পুলিশ জানিয়েছিল, নিরাপত্তার স্বার্থেই এমনটি করা হয়েছে।
পল্টন থানার এসআই মমিন তখন বলেছিলেন, ‘ফকিরাপুল হয়ে নয়াপল্টনের প্রবেশ পথে এবং কাকরাইল থেকে ফকিরাপুল যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। শুধুমাত্র পুলিশের যানবাহন চলাচল করবে।’