ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে সুইডেন

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে সুইডেন

sweden৩ অক্টোবর ২০১৪: সুইডেনের নতুন মধ্য বামপন্থী সরকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্টিফেন লফভেন। এই পদক্ষেপ গৃহীত হলে ইউরোপের প্রধান দেশগুলির মধ্যে সুইডেনই হবে প্রথম রাষ্ট্র যারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। কিন্ত ইউরোপীয় ইউনিয়ন এবং বেশিরভাগ ইউরোপীয়ান দেশগুলি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

শুক্রবার সংসদের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী লফভেন বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে দুটি রাষ্ট্রের আত্মপ্রকাশের মাধ্যমে ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান ঘটবে।

সুইডেনের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন পূরণে সহায়তা করবে।

এদিকে স্বাভাবিকভাবেই ইসরাইল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এর সমালোচনা করেছে। তাদের ভাষ্য, একমাত্র আলোচনার মাধ্যমেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের উৎপত্তি ঘটতে পারে।

সূত্র: বিবিসি