মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪: গায়িকা রিহানাকে জেমস বন্ডের পরবর্তী ছবিতে দেখা যাবে। জেমস বন্ডের ২৪ তম পর্বে তিনি বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন। ডেইলি মিররের একটি প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
যদিও রিহানা গান গাইতে ভালোবাসেন। শুধু জেমস বন্ডের জন্য তিনি চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী হয়েছেন। এতে অভিনয়ের জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন বলে জানায় একটি সূত্র।
সূত্র অনুযায়ী, ২৬ বছর বয়সি এই গায়িকা জেমস বন্ডের দারুণ একজন ভক্ত। তাই যখন তাকে ছবিতে কাজ করার প্রস্তাব দেয়া হয়, কোন চিন্তা না করেই তিনি তা লুফে নেন।
জেমস বন্ডের ২৪ তম পর্বটি পরিচালনা করবেন স্যাম মেন্ডেজ। এটি মুক্তি পাবে ২০১৫ সালের নভেম্বরে।
সূত্র: এনডিটিভি
London Bangla A Force for the community…
