২২ সেপ্টেম্বর ২০১৪: ভয়াবহ তাপমাত্রার কারণে কাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হবে না মন্তব্য করেছেন ফিফা নির্বাহী কমিটির সদস্য থিও জাওনজিগার।
থিও সোমবার জার্মানির ক্রীড়া পত্রিকা বিল্ডকে আজ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, কাতারে ২০২২ বিশ্বকাপ হবে না।’
এই সাবেক জার্মান ফুটবলপ্রধান বলেন, এত তাপমাত্রার মধ্যে বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব আমরা নিতে পারি না।
কাতার অবশ্য জোর দিয়ে বলছে, তারা আধুনিক প্রযুক্তির স্টেডিয়াম নির্মাণ করছে। ফলে স্টেডিয়ামের অভ্যন্তরে তাপমাত্রা তেমন অনুভূত হবে না। তাছাড়া প্রশিক্ষণ এলাকা, ফ্যান জোনেও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রাখা হবে।
থিও বলেন, বিশ্বকাপ কেবল স্টেডিয়ামগুলো শীতল রাখার ব্যাপার নয়। সারা বিশ্ব থেকে ফুটবলপ্রেমীরা আসবে, ঘুরে বেড়াবে। এই তাপমাত্রা সবার জন্য সহনীয় বিবেচিত হবে না।
গ্রীস্মকালে কাতারের তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি সেলসিয়াস। ইউরোপিয়ান দেশগুলোতে ফুটবল লিগে অবসর হয় জুন-জুলাইতে। তখনই বিশ্বকাপ হয়ে থাকে। ফলে শীতকালে এই টুর্নামেন্ট আয়োজনের সুযোগ নেই।
ফিফা ইউরোপের কোনো দেশে এই টুর্নামেন্ট সরিয়ে নেয়ার চেষ্টা করছে।
তাপমাত্রা ছাড়াও আরো কিছু কারণে অনেক দেশই কাতারের বিপক্ষে অবস্থান নিয়েছিল। বিশেষ করে মুসলিম ব্রাদারহুড, হামাসের প্রতি কাতারের সমর্থন ইসরাইলসহ অনেক দেশের পছন্দ হচ্ছিল না। ইসরাইল এর আগে হুমকি দিয়েছিল, কাতার থেকে বিশ্বকাপ ভেন্যু সরিয়ে নেয়ার চেষ্টা করবে তারা।
London Bangla A Force for the community…
