ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / ইসরায়েলী তাণ্ডবের ছবি দেখাতে গিয়ে কাঁদলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলী তাণ্ডবের ছবি দেখাতে গিয়ে কাঁদলেন প্রধানমন্ত্রী

hasina২ সেপ্টেম্বর ২০১৪: গাজায় ইসরাইলী বাহিনী যে নৃশংসতা চালিয়েছে, মহিলা-শিশুসহ শত শত নিরপরাধ মানুষকে হত্যা করেছে, তার ছবি সংসদকে দেখাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কান্না দেখে সংসদে উপস্থিত অনেকেকেই এ সময় কাঁদতে দেখা যায়। ফিলিস্তিনি শিশুদের উপর ইসরাইলী বাহিনীর নৃশংস হামলার বর্ণনা দিতে গিয়ে বেশ কয়েকবার আটকে যান প্রধানমন্ত্রী। এসময় কান্নায় তার কণ্ঠ ভারী হয়ে আসে। কিছু সময় কথা বলতে না পেরে চুপ থাকেন প্রধানমন্ত্রী। এই সময় পুরো সংসদ গ্যালারিতে নীরবতা নেমে আসে। অন্য সদস্যরাই শোকে বিহবল হয়ে পরেন। মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর পুনরায় সংসদ শুরু হলে শেখ সেলিম কর্তৃক আনীত কার্য প্রণালীর ১৪৭ বিধি অনুযায়ী প্রস্তাব সাধারণের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ সেলিম গাজার ওপর ইজরায়েলি হামলা নিয়ে সংসদে এই নিন্দা প্রস্তাবটি উত্থাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বিবেকের কি একটু নাড়া দেয় না। আবারও কান্না জড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, এই ছবি দেখানোর পর বসে থাকা জায় না। ফিলিস্তিনিদের পাশে কেউ না থাকলে বাংলাদেশ থাকবে। প্রয়োজনে আহত ফিলিস্তিনিদের বাংলাদেশে এনে চিকিৎসা দেওয়া হবে।