প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, ১৫ই আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন এবং ঘটনা তদন্তে বাধা দিয়েছিলেন। যুক্তরাজ্য সফরের বিষয়ে শনিবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে শাস্তি দেওয়া হয়েছে, ঠিক সেভাবেই যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ গঠনে প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তার লন্ডন সফরের কথা উল্লেখ করে বলেন, যুক্তরাজ্য সরকার ৫ই জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দুই দেশের সম্পর্ক সামনের দিকে এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য যে, বৃটেনের সরকারী ওয়েবসাইট-এ বৈঠকের প্রেস নোট রাখা আছে এবং সুস্পষ্ট ভাবে ডেভিট কেমেরন বাংলাদেশের গত নির্বাচনের ব্যাপারে অসন্তুষ্টির কথা জানিয়েছেন ৷
London Bangla A Force for the community…
