লন্ডনবাংলা রিপোর্ট : বৃটেন থেকে আমেরিকার ফ্লোরিডায় গিয়ে অপ্রাপ্তবয়স্কা মেয়ের সাথে যৌন কর্ম করার অপচেস্টার অভিযোগে এক বৃটিশ যুবকের ১০ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। ফ্লোরিডার ফেডারেল কারাগারে তাকে পাঠানো হয়েছে।
জানা যায়,সুহেল মাহবুব আলী নামক উক্ত বৃটিশ যুবক অন লাইনে ফ্লোরিডায় ১৩ বছর বয়সী এক মেয়ের সাথে যৌন কর্ম করার জন্য যোগাযোগ করে। সুহেল ভূল:বশত ছদ্মবেশী এক সরকারী এজেন্টের সাথে গত জানুয়ারী মাসে যোগাযোগ করে। জানুয়ারী মাস থেকে এপ্রিল পর্যন্ত অনলাইনে সুহেল যোগাযোগ করে অপ্রাপ্তবয়স্কা মেয়ের সাথে যৌনকর্ম করার জন্য ফ্লোরিডা যায়। গত এপ্রিল মাসে সেখানে তাকে গ্রেফতার করা হয়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন কর্মকর্তা ও ছদ্মবেশী এজেন্ট থাকে গ্রেফতার করেন। পুলিশ তার কাছ থেকে বান্ডেজ টেপ, মুখোশ, কনডম, ক্যামেরা ও শিশু পর্নোগ্রাফির ডকুমেন্ট স্ব“লিত কম্পিউটার উদ্ধার করে।
সুহেল আদালতে তার দোষ স্বীকার করে। তাকে গত সোমবার ফ্লোরিডার জেলে পাঠানো হয়।
London Bangla A Force for the community…
