ফেইসবুকে ধর্মীয় ‘উসকানিমূলক’ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামে জেলা গোয়েন্দা পুলিশ।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা- মুহাম্মদ শিব্বির বিন নজির (২১) ও রিফাত খন্দকার (২১)। তারা ঢাকার মোহাম্মদপুর মাদ্রাসার শিক্ষার্থী।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিব্বির গত ২৭ অগাস্ট সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে গিয়েছিলেন।
“সেখানে আজান দেওয়ার ছবি ফেইসবুকে পোস্ট করে ধর্মীয় উসকানিমূলক বার্তা দেন। আর রিফাত তার পোস্টটি শেয়ার করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।”
হিন্দু ধর্মাবলাম্বীদের অন্যতম তীর্থ স্থান এ চন্দ্রনাথ পাহাড়। যেখানে পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির অবস্থিত। এছাড়াও নানা রকম আরও বেশকিছু মন্দির আছে সেখানে।
বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রতিবছর চন্দ্রনাথ পাহাড়ে আসেন অনেক পূণ্যার্থী।
গোয়েন্দা কর্মকর্তা কেশব বলেন, শিব্বির ‘সুন্দরবন ট্যুরিজম’ নামের একটি প্রতিষ্ঠানে টুরিস্ট গাইড হিসেবে কাজ করেন। সে প্রতিষ্ঠানের হয়ে কিছু পর্যটক নিয়ে গত ২৭ অগাস্ট সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন।
শিব্বির ও রিফাতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সীতাকুন্ড থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
London Bangla A Force for the community…
