সরকার দলীয় চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজের সদস্য পদ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও হাবিবুল গনির সমন্বয়ে গঠিত বেঞ্চ পটুয়াখালী বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হকের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে এই রুল জারি করেন। রিটে ঋণ খেলাপি হওয়ার পরও আ স ম ফিরোজ কিভাবে সংসদ সদস্য থাকতে পারেন তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাইনুল ইসলাম।