ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / পতাকা ইস্যুতে তালেবানবিরোধী আন্দোলন বাড়ছে

পতাকা ইস্যুতে তালেবানবিরোধী আন্দোলন বাড়ছে

 

আফগানিস্তানে পতাকা ইস্যুতে তালেবান বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্রদেশে। বুধবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ জালালাবাদে জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনায় আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে এটি আফগানিস্তানের বিভিন্ন শহরে পড়ছে বলে খবর পাওয়া গেছে।

আল-জাজিরার প্রতিবেদক রব ম্যাকব্রাইড কাবুল থেকে বলেছেন যে কয়েক শ’ বিক্ষোভকারী পতাকা ইস্যুতে খোস্ত প্রদেশে বিক্ষোভ করেছেন। এর আগে জালালাবাদ শহর থেকে এই বিক্ষোভের সূত্রপাত।

তালেবান কর্তৃপক্ষ আফগান পতাকা নামিয়ে তালেবানের পতাকা উত্তোলন করলে জালালাবাদে বিক্ষোভ হয়। ওই বিক্ষোভে গুলি চালানো হলে তিন বিক্ষোভকারী নিহত আর ১২ জন আহত হন।

রব ম্যাকব্রাইড বলেন, শান্তিপূর্ণভাবে তালেবানের নিয়ন্ত্রণে আসা জালালাবাদের একটি অংশের নাগরিকরা তালেবানের পতাকার বদলে আফগানিস্তানের জাতীয় পতাকাকে উত্তোলন করার জন্য আন্দোলন করেন।

এ বিষয়ে তিনি বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি জালালাবাদে কয়েক শ’ বিক্ষোভকারী জাতীয় পতাকা দুলিয়ে আন্দোলন করছে। বিক্ষোভকারীরা এক হাজার লোককেও সমবেত করে আন্দোলন করার সক্ষমতা অর্জন করেনি। আমরা জানতে পেরেছি যে ওই বিক্ষোভকারীরা জালালাবাদের একটি গুরুত্বপূর্ণ স্কয়ারে আফগানিস্তানের জাতীয় পতাকাকে উত্তোলন করার ইস্যুতে তালেবানের সাথে সংঘর্ষে জড়ায়।

এপির দেয়া তথ্য অনুসারে, স্থানীয় সংবাদ সংস্থার প্রতিবেদক বাবরক আমিরজাদা বলেছেন যে তিনি ও এক টিভি ক্যামেরাম্যান ওই আন্দোলনের খবর সংগ্রহ করতে গেলে তালেবান যোদ্ধাদের হাতে পিটুনি খান।

সূত্র : আল-জাজিরা