দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান বাহিনী। দেশটিতে শত্রুতার দিন শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন তারা।
এরই মধ্যে আফগানিস্তানের কাবুলে একটি বিনোদন পার্কে তাদের বিভিন্ন রাইডে চড়তে দেখা গেছে। এ সময় অবশ্য তাদের হাতে অস্ত্র দেখা গেছে।
রয়টার্সের কাবুলের প্রতিনিধি হামিদ শালিজি টুইটারে তালেবানের শিশুসুলভ আনন্দ করার সেই ভিডিও শেয়ার করেছেন।
ওই ভিডিওতে তালেবান যোদ্ধাদের শিশুদের জন্য তৈরি বৈদ্যুতিক বাম্পার গাড়িতে চড়তে দেখা যাচ্ছে । এসব যোদ্ধাদের কারো কারো হাতে সে সময় অস্ত্রও ছিল।
অন্য আরেকটি ভিডিওতে তাদের মেরি গো রাউন্ডের ছোট খেলনা ঘোড়ায় চড়তে দেখা গেছে।
এদিকে, ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানের রাজধানী কাবুলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে তালেবান।
কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুস সালাম হানাফি সোমবার বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবী কোনো ধরনের শঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরে যান।
এমনকি তিনি নারী চাকরিজীবীদেরও কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানান। হানাফি বলেন, কারও প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলসহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন।
আফগানিস্তানের আশরাফ গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে দেশের বৈধ ও সাংবিধানিক প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এ ঘোষণা দেন।
London Bangla A Force for the community…
