জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি দিয়েছেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া। এ ছাড়া পরিবারের সদস্যদের নামে আরও একটি গরু কোরবানি দিয়েছেন তিনি।
বুধবার ঈদের দিনে মানবিক যুবলীগের ব্যানারে তার নিজ বাড়িতে গরুটি জবাই করে সব মাংস অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেন তিনি। শুধু তাই নয়, মসলা কেনার জন্যও নগদ অর্থ এবং মাস্ক বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাংস নিতে আসা এক বৃদ্ধা বলেন, ‘আমার স্বামী নেই। সন্তানরা থেকেও আমার খোঁজ খবর নেয় না। ঈদে কোরবানি দেওয়ার সামর্থ আমার নেই। মানুষের কাছে হাত পেতে যা পাই, তা দিয়েই কোনো মতে জীবন চলছে। ভাবছিলাম করোনার জন্য এ বছর হয়তো কোনো মাংস খেতে পারবো না। কিন্তু বায়েজীদ ভূঁইয়া আমারে গরুর গোশত দিছে। এতে খুব খুশি হইছি।’
যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি করেছি। কোরবানির মাংস গরিব-দুঃখী মানুষের মাঝে বিতরণ করেছি এবং মাংস রান্না করে খাওয়ার জন্য মসলার জন্যও নগদ টাকা দিয়েছি যেন তাদের কোন সমস্যা না হয়।’
এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় যুবলীগ সবসময় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও তাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
London Bangla A Force for the community…
