সিলেটর টিভি, এলবি২৪ ও লন্ডনবাংলায় একযোগে প্রচারিত “সাংবাদিকতার নামে কতিপয় উচ্ছৃঙ্খল যুবকের অনৈতিক ও বেপরোয়া আচরণে সুষ্ঠু ধারার অনলাইন সাংবাদিকতা হুমকিরমুখে” শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর ১১ জুলাই কথিত সাংবাদিকের বিরুদ্ধে সিলেটের শাহপরান থানায় ডিজিটাল নিরাপত্তাআইনে মামলা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে।
খবরে প্রকাশ, সিলেট মহানগরীর সুরমা গেইট এলাকায় সড়ক পরিবহন আইন অমান্য করায় মোটর সাইকেল আটকের পরট্রাফিক সার্জেন্টকে হুমকি–ধামকি দিয়ে ‘পিকে টিভি’ নামে ফেসবুক পেইজে লাইভের মাধ্যমে ভাইরাল হওয়া সেই সাংবাদিকপরিচয়ধারী ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার (১১ জুলাই) রাতে পুলিশ সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া বাদি হয়ে ফয়ছল কাদির (৪০) নামে ওই ভুয়াসাংবাদিকের বিরুদ্ধে শাহপরান থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং– ০৫, তাং– ১১/০৭/২০২১খ্রি.।
মামলায় বাদি অভিযুক্ত ফয়ছল কাদিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য সরাসরি প্রচার করেঅস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন–শৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) বিএম আশরাফউল্যাহ তাহের।
পুলিশ জানায়– গত ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুরমা গেইট এলাকায় সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া চেকপোস্টডিউটি করাকালে সিলেট শহরমুখী হেলমেটবিহীন ৩ জন আরোহীসহ একটি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে সিগন্যাল দিয়েথামিয়ে চালক ফয়ছল কাদিরের কাছে গাড়ির কাগজপত্র এবং হেলমেটবিহীন মোটরসাইকেলে আরোহন করার কারণ জানতেচাইলে সে কোন কিছুই প্রদর্শন করতে পারে নি। এসময় সে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।
এ অবস্থায় সার্জেন্ট অতিরিক্ত যাত্রীবহন, হেলমেটবিহীন আরোহন করা, রেজিষ্ট্রেশনবিহীন গাড়ী চালনার অপরাধে সড়কপরিবহন আইনে মামলা এবং মোটর সাইকেলটি পুলিশ লাইন্সে প্রেরণ করেন। এ বিষয়কে কেন্দ্র করে ফয়ছল কাদির ফেসবুকেবিভিন্ন মিথ্যা তথ্য সরাসরি প্রচার করে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন–শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে।
এর প্রেক্ষিতে সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া বাদি হয়ে রোববার ফয়ছল কাদির নামে ওই ব্যক্তির বিরুদ্ধে শাহপরান থানায়ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, মাত্রমামলা হয়েছে। বিস্তারিত অনুসন্ধান করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেওজানান পুলিশের এই কর্মকর্তা।
নিচে ভাইরাল নিউজ কন্টেন্টের ইউটিউব লিঙ্ক দেওয়া হলো।
“সাংবাদিকতার নামে কতিপয় উচ্ছৃঙ্খল যুবকের অনৈতিক ও বেপরোয়া আচরণে সুষ্ঠু ধারার অনলাইন সাংবাদিকতা হুমকিরমুখে“
https://youtu.be/flIJp3bchRQ
London Bangla A Force for the community…
