ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এলএলবির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (১৬ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর থানায় মামলা করেছেন ওই শিক্ষার্থী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রায়হান উদ্দিন বলেন, সাভার থানার রাজবাড়ি গ্রামের আবু সাঈদের ছেলে মুরাদ আহমেদ তুষারের (৩০) সঙ্গে কিছুদিন আগে ফেসবুকে পরিচয় হয় আশুলিয়া থানার এলাকার ওই শিক্ষার্থীর (২২)।
পরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ জুন তুষার বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার মোল্লা মার্কেট এলাকার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। বুধবার রাতে তুষারের বিরুদ্ধে কাশিমপুর থানায় মামলা করেন শিক্ষার্থী। ঘটনার পর থেকে তুষার পলাতক রয়েছে বলেও জানান এসআই রায়হান উদ্দিন।
London Bangla A Force for the community…
