ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / সুদানকে ৬৫ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ

সুদানকে ৬৫ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ

 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আহ্বানে সাড়া দিয়ে অতিমাত্রায় ঋণগ্রস্ত, দরিদ্র এবং ওআইসির সদস্য রাষ্ট্র সুদানকে প্রায় ৬৫ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ। সুদানের ঋণ মওকুফের লক্ষ্যে গতকাল মঙ্গলবার এ অর্থ দেয় বাংলাদেশ সরকার।

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার প্রত্যাশা করে ডেবট রিলিফ হিসেবে বাংলাদেশের এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, গত বছরও আইএমএফের উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকার দেশ সোমালিয়াকে আট কোটি টাকারও বেশি অর্থ দিয়েছিল বাংলাদেশ।