ব্রেকিং নিউজ
Home / রাজনীতি / সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী

সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী

 

সিলেট-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয় প্রার্থী। মঙ্গলবার (১৫ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত দলীয় নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেন নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ইসরাইল হোসেন। তিনি জানান, তিন জন দলীয় এবং তিন জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে একজন নারী প্রার্থী রয়েছেন।

জানা গেছে, দলীয় প্রার্থী হয়েছেন– আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থীর প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক ও বাংলাদেশ কংগ্রেস পার্টির জুনায়েদ আহমদ মিয়া। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন– বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, ফাহমিদা হোসেন রুমা ও আরও একজন।