রাজধানীতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মুঠোফোন ছিনতাই হয়েছে। সেটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনটি ছিনতাই হওয়ার পর কাফরুল থানায় একটি জিডি করা হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান বলেন, পরিকল্পনা মন্ত্রীর অফিস থেকে এ সংক্রান্ত একটি জিডি দায়ের করা হয়েছে। মোবাইল ফোনটি উদ্ধার করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বিবিসি বাংলাকে বলেন, গতকাল সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে ৬টা ৪৫ মিনিটে বিজয় সরণী এলাকা অতিক্রম করছিলেন। একপর্যায়ে গাড়িটি সিগন্যালে অপেক্ষা করছিল। এ সময় গাড়ির এসি বন্ধ করে দিয়ে কাঁচ নামিয়ে দেন তিনি।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘গাড়িটা দাঁড়িয়ে ছিল। আমি পেছনের সিটে বসা ছিলাম, আমার হাতে মোবাইল ছিল। আমি মোবাইলে কিছু একটা করছিলাম। হয়তো নিউজ পড়ছিলাম। হঠাৎ করে এক ঝলকে অবিশ্বাস্য রকম গতিতে ঝড়ের মতো এসে হাত থেকে মোবাইল ফোন নিয়ে চলে গেল। আমি দেখিনি লোকটাকে। আমাদের লোক গাড়ি থেকে নামল। কিন্তু ওই ৩০-৪০ সেকেন্ডের মধ্যে লোকটা কোথায় মিশে গেল।’
এই ঘটনাকে অবিশ্বাস্য বলছেন পরিকল্পনা মন্ত্রী। তিনি এই ঘটনা এখনো বিশ্বাস করতে পারছেন না। তিনি বলেন, ‘মনে হলো কী যেন হয়ে গেল।’
London Bangla A Force for the community…
