চলমান বিধিনিষেধের মেয়াদ ৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই প্রজ্ঞাপনে নতুন করে কোনো শর্ত আরোপ করা হয়নি। তাই সবকিছু ঠিক থাকবে আগের নিয়মে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে গণপরিবহন চলাচল বন্ধসহ সাত দিনের বিধিনিষেধ আরোপ করে সরকার। সেই বিধিনিষেধ আরো দুই দিন বাড়ানো হয়।
কিন্তু সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেয়া হয় কঠোর লকডাউন। এরপর সেটা কয়েক মেয়াদে বাড়িয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় এই বিধিনিষেধ আরো এক দফা বাড়ানো হয়েছে।
তবে সময়ের সাথে চলমান বিধিনিষেধ অনেকটা শিথিল হয়ে এসেছে। ঈদ ছুটি পর্যন্ত দূরপাল্লার গণপরিবহন বাস, ট্রেন, লঞ্চ বন্ধ রাখা হয়। তবে ২৩ মে থেকে আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলছে। হোটেল ও খাবারের দোকানে আসনসংখ্যার অর্ধেক গ্রাহককে সেবা দেয়ার সুযোগ রেখেছে সরকার।
সরকারের বিধিনিষেধ আরোপ থাকলেও মূলত শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া দৃশ্যত আর কোথাও লকডাউন নেই।
জরুরি কাজে নিয়োজিত সরকারের দপ্তরগুলোও খোলা আছে। স্বাস্থ্যবিধি মেনে চলছে শিল্প কলকারখানা।