ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ার সম্ভাবনা

চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ার সম্ভাবনা

 

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলাচল ও মানুষের কার্যক্রমে চলমান বিধিনিষেধ আজ রবিবার (৩০ মে) শেষ হবে। তবে সূত্র বলছে, আরও এক সপ্তাহ বিধিনিষেধ বাড়ানো হতে পারে। প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে আজই প্রজ্ঞাপন জারি করা হবে।

ঈদের পরে সর্বশেষ ঘোষণা অনুযায়ী রবিবার মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ থাকার কথা। নতুন করে বিধিনিষেধে কিছু উল্লেখ থাকছে কিনা সেটি জানতে প্রজ্ঞাপন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, শুরু থেকে প্রায় ৪৯ দিন দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও গত এক সপ্তাহ ধরে অর্ধেক যাত্রী নিয়ে আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন (বাস, ট্রেন ও লঞ্চ) চলছে। এর আগে বিধিনিষেধে একই জেলার মধ্যে গণপরিবহন চলতে পারতো। এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ ছিল।