‘আমি মুসলমান, আর আমার স্ত্রী গৌরী হিন্দু। তবে আমার তিন সন্তান শুধুই ভারতীয়।’ সম্প্রতি ড্যান্স প্লাস ৫ নামে একটি টিভি শো-তে হাজির হয়ে এমনটা সাফ জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিং খানের এই ভিডিও।
শাহরুখ বলেন, তার বাড়িতে হিন্দু, মুসলিম, কে কোন ধর্মের এসব নিয়ে কোনোদিন আলোচনা হয় না।
শাহরুখের কথায়, ‘অনেক সময় স্কুলের ফর্মে কোন ধর্ম সেটা পূরণ করতে হয়। আমার মেয়ে যখন ছোট, ও আমায় এসে একবার জিজ্ঞাসা করেছিল বাবা আমি কোন ধর্মাবলম্বী? আমি উত্তরে বলি আমরা ভারতীয়, বিশেষ কোনও ধর্মের নই। আর হওয়া উচিতও নয়।’
প্রসঙ্গত, শাহরুখের বাসভবন মান্নাতে যেভাবে আড়ম্বরের সঙ্গে ঈদ উদযাপন করা হয়, ঠিক সেভাবেই হয় গণেশ চতুর্থীর অনুষ্ঠান।
জিনিউজ
London Bangla A Force for the community…
