বোনের বাড়ি থেকে নিজ বাসায় ফেরার সময় চলন্ত বাসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগে উঠেছে। এ ঘটনায় একজন পালিয়ে গেলেও ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সাভারের আশুলিয়া-সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ৯টার দিকে আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুক্তভোগী তরুণী বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে নিজ বাসা নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় যাচ্ছিলেন। পরে সকল যাত্রীকে গন্তব্যে যাওয়ার আগেই নামিয়ে দেন বাসের চালক-হেলপার। তারা ভুক্তভোগীকে জোরপূর্বক বাসে করে নবীনগর নিয়ে আসে। এসময় বাসের জানালা-দরজা বন্ধ করে ভুক্তভোগী তরুণীকে দলবেধে ধর্ষণ করে বাসের চালক, হেলপারসহ ৬ জন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
London Bangla A Force for the community…
