রাজধানীর দক্ষিণখানে আজহারুল (৩৫) নামে এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের পেছনে একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণখান থানার ওসি (তদন্ত) আজিজুল হক মিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পেশায় পোশাকশ্রমিক আজহারুল পরিবারের সঙ্গে দক্ষিণখান এলাকায় থাকতেন।
কয়েকদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ভোরে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আব্দুর রহমান নামে মসজিদের এক ইমামকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি নিজেই আজিজুল কে মেরে ছয় টুকরো করে সেফটি ট্যাংকে লুকিয়ে রাখেন। এরপর তিনি মসজিদে নামাজও পড়ান। নামাজে তার অসংলগ্ন আচরণ দেখে তার প্রতি সন্দেহ হয়। এরই প্রেক্ষাপটে তাকে আটক করা হলে মূল ঘটনা বেরিয়ে আসে।
London Bangla A Force for the community…
