সিলেটের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রিন্স সদরুজ্জামান চৌধুরীর সহধর্মিণী, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীতশিল্পী, আফসানা জামান চৌধুরী (৪৫) আর নেই।
শনিবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় তিনি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট অ্যাটাক করে তিনি ইন্তেকাল করেন।
প্রিন্স সদরুজ্জামান চৌধুরী জানান, আফসানা জামান চৌধুরী এর আগে করোনা থেকে সুস্থ হয়ে গত ২০ রমজান বাসায় ফিরেছিলেন। তাঁর শারিরিক অবস্থা ভালোই ছিলো। শুক্রবার রাত (২১ মে) ১টার দিকে হঠাৎ তাঁর পেশার এবং পালস নেমে যায়। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেয়ায় রাত ৪টার দিকে তার অবস্থার উন্নতি হয়।
সকাল ৭টার দিকে আবারো তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল সাড়ে ৯টা দিকে সেখানে তিনি হার্ট অ্যাটাক করে তিনি ইন্তেকাল করেন। তাঁর জানাজার সময় পরে জানানো হবে।
আফসানা জামান চৌধুরীর এই অকাল মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।