চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে জেলার সাতকানিয়া পৌরসভা এলাকায় তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক প্রথম আলোকে বলেন, হাটহাজারীর সহিংসতার ঘটনায় শাহজাহান চৌধুরী সম্পৃক্ত থাকার প্রমাণ রয়েছে। এজন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রিমান্ডে এনে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে চারজন নিহত হন।
এ ঘটনায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ জামায়াত-বিএনপির নেতা কর্মীদের আসামি করে হাটহাজারী থানায় পৃথক ১০টি মামলা করে পুলিশ।
পুলিশ সূত্র জানায় শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৫টির বেশি মামলা রয়েছে।