হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণসহ পাঁচ মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে ভার্চ্যুয়াল কোর্টে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এই রিমান্ড মঞ্জুর করেন।
ভার্চ্যুয়ালি রিমান্ড শুনানিতে কাশিমপুর কারাগার থেকে আসামি মামুনুল হক অংশ নেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, মামুনুল হককে ধর্ষণসহ পৃথক পাঁচ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোট ৩৮ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে তিন দিন করে পাঁচ মামলায় মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাত আরা ঝর্ণার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় হেফাজত নেতা মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের, সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হামলা ও ভাঙচুরের মামলায় ৭ দিনের, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৭ দিনের, হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সহিংসতার ও গাড়ির পোড়ানোর দুটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়।
হেফাজত নেতা মামুনুল হক, শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীসহ হেফাজত ইসলামের ১৪ জন নেতাকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাঁরা ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
গতকাল মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাঁদের গাজীপুরে স্থানান্তর করা হয়েছে।