ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / ৯০ দিনের মধ্যে ভোট হচ্ছে না সিলেট-৩ আসনে

৯০ দিনের মধ্যে ভোট হচ্ছে না সিলেট-৩ আসনে

 

কোভিড পরিস্থিতির কারণে প্রথম ৯০ দিনের মধ্যে সিলেট-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে।
কোনও সংসদীয় আসন শূন্য হলে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে ভোট হওয়ার কথা রয়েছে।

দৈব-দুর্বিপাকের কারণে এ সময়ের মধ্যে ভোট করতে না পারলে সিইসি তার ক্ষমতা বলে ৯০ দিন পেছাতে পারে। এ হিসেবে সিলেট-৩ আসনের উপনির্বাচন ৮ জুনের মধ্যে ভোটটি না হয়ে ৬ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করবে ইসি।

এর আগে লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনও একই কারণে পিছিয়ে দিয়ে পরবর্তী নব্বই দিন সময় নিয়েছেন সিইসি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার বলেন, জাতীয় সংসদের কোনও আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। এক্ষেত্রে সিলেট-৩ আসনটি শূন্য হয় গত ১১ মার্চ। অর্থাৎ সংবিধান অনুযায়ী ৮ জুনের মধ্যে ভোট করার বিধান রয়েছে। কিন্তু করোনা মহামারিকে ‘দৈব-দুর্বিপাক’ দেখিয়ে এ নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আরও ৯০ দিন সময় নিলেন, যে এখতিয়ার সংবিধানেই দেওয়া আছে।

এরই মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তা মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সব দফতরে অনুলিপি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এ আসনটি শূন্য হয়।