সুনামগঞ্জের বরাম হাওর থেকে মস্তকবিহীন অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের মঙ্গলপুর এলাকা থেকে উদ্ধার হওয়া লাশের মস্তক উদ্ধারে বরাম হাওরে অভিযান চালাচ্ছে পুলিশ।
দিরাই থানার ওসি আজিজুর রহমান বলেন, বরাম হাওর থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধারের পর তার পরিচয় বের করতে মস্তক উদ্ধারের অভিযান চলছে।
“কারা এ খুনের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতেও আমার কাজ শুরু করেছি।”
প্রায় গলে যাওয়ায় লাশটি কেউ শনাক্ত করতে পারছেন না।
London Bangla A Force for the community…
