সিন্ডিকেট করে তরমুজ কেজি দরে বিক্রি করায় ময়মনসিংহে ১৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে নগরীর নতুন বাজার, স্টেশন রোড, ব্রিজ মোড় চরপাড়া মোড় ও নান্দাইন উপজেলায় পৃথক অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, “ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকটি স্থানে তরমুজের বাজার মনিটরিং করা হয়েছে। এ সময় দেখা যায়, ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে এখানে কেজি দরে বিক্রি করছে। এর মাধ্যমে তারা ভোক্তাদের কাছ অতিরিক্ত মূল্য নিচ্ছে।”
তিনি বলেন, নতুন বাজার ও স্টেশন রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম অভিযান পরিচালনা করে ৬ ব্যবসায়ীকে ৩ হাজার ১০০ টাকা জরিমানা করেন। এছাড়া নগরীর ব্রিজ মোড় ও চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
অন্যদিকে নান্দাইল উপজেলার বাসস্ট্যান্ড বাজার ও চৌরাস্তা বাজারে তরমুজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন।
এ সময় তরমুজ অতিরিক্ত দামে বিক্রি করায় কৃষি বিপণণ আইনে ৭ হাজার টাকা জরিমানা করা হয় বলে আয়েশা হক জানান।
তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের এ মনিটরিং অব্যাহত রাখা হবে।