ব্রেকিং নিউজ
Home / অপরাধ জগৎ / কেজি দরে তরমুজ বিক্রি, ময়মনসিংহে ১৪ ব্যবসায়ীকে জরিমানা

কেজি দরে তরমুজ বিক্রি, ময়মনসিংহে ১৪ ব্যবসায়ীকে জরিমানা

 

সিন্ডিকেট করে তরমুজ কেজি দরে বিক্রি করায় ময়মনসিংহে ১৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে নগরীর নতুন বাজার, স্টেশন রোড, ব্রিজ মোড় চরপাড়া মোড় ও নান্দাইন উপজেলায় পৃথক অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, “ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকটি স্থানে তরমুজের বাজার মনিটরিং করা হয়েছে। এ সময় দেখা যায়, ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে এখানে কেজি দরে বিক্রি করছে। এর মাধ্যমে তারা ভোক্তাদের কাছ অতিরিক্ত মূল্য নিচ্ছে।”

তিনি বলেন, নতুন বাজার ও স্টেশন রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম অভিযান পরিচালনা করে ৬ ব্যবসায়ীকে ৩ হাজার ১০০ টাকা জরিমানা করেন। এছাড়া নগরীর ব্রিজ মোড় ও চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

অন্যদিকে নান্দাইল উপজেলার বাসস্ট্যান্ড বাজার ও চৌরাস্তা বাজারে তরমুজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন।
এ সময় তরমুজ অতিরিক্ত দামে বিক্রি করায় কৃষি বিপণণ আইনে ৭ হাজার টাকা জরিমানা করা হয় বলে আয়েশা হক জানান।

তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের এ মনিটরিং অব্যাহত রাখা হবে।