সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ইট ভাটা শ্রমিক খোকা মোল্লা (৬৫) করোনায় কর্মহীন হয়ে অভাব ও ঋণের দায়ে দিশেহারা হয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার ভোরে উপজেলার ব্রজবালা ডোবার পাশে গাছে ফাঁস নিয়ে খোকা মোল্লা আত্মহত্যা করেন বলে এলাকাবাসী জানিয়েছেন। তিনি ওই গ্রামের মৃত পরান মোল্লার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, করোনার কারণে খোকা মোল্লা বেশ কিছুদিন ধরে কর্মহীন হয়ে পড়েন। ফলে অভাব ও ঋণের দায়ে দিশেহারা হয়ে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। এরই জের ধরে রোববার গভীর রাতে আত্মহত্যা করেন। সোমবার ভোরে কাজে যাওয়ার সময় পথচারীরা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
London Bangla A Force for the community…
