একের পর এক গান গেয়ে মাতিয়ে দিচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়লেও ‘বাবু খাইছো’ গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আলম।
এবার হিরো আলম গাইলেন আরবি গান। আরবীয়দের পোশাকে আচ্ছাদিত হয়ে মরুভূমির বুকে হেঁটে হেঁটে হিরো আলম গেয়ে যাচ্ছেন গান।
কেন এই গান? হিরো আলম বললেন, ‘রমজান মাস, তাই আরবি ভাষার গান গাওয়ার অনুরোধ করছে ভক্তরা, তাই গাইলাম আর কী।’ জানালেন, শিগগিরই গানটি মুক্তি পাবে।
লকডাউনে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যাওয়ার ব্যাপারে হিরো আলম বলেন, ‘না ভাই, এইটা মরুভূমি না। এই যমুনা নদীর চর। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার চরে শুটিং করছি। অনেক লম্বা চর, মরুভূমির মতো লাগে। মানুষ তেমন বুঝবে না।’
London Bangla A Force for the community…
