চট্টগ্রামে এক স্কুলশিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণা করার অভিযোগে আয়াতুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব-৭। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে হাটহাজারী থানার কুয়াইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার আয়াতুল ইসলাম নগরীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করতো। সে রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার মুসলিম ব্লক এলাকার ফয়জুল হকের ছেলে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক জানান, স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে আয়াতুল ইসলাম তাকে ব্ল্যাকমেইল করে আসছিল। ওই ছাত্রীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে আজ তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়াতুল ব্ল্যাকমেইল করে যৌন হয়রানি ও নিপীড়ন করার কথা অকপটে স্বীকার করে। তার মোবাইল ফোন, ফেসবুক ও মেসেঞ্জারে কুরুচিপূর্ণ অনেক ছবি পাওয়া গেছে। মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাটহাজারী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, তিন বছর যাবৎ ওই ছাত্রীকে এভাবে ব্ল্যাকমেইল করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল আয়াতুল। তিন বছর আগে সে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর আপত্তিকর ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে।
London Bangla A Force for the community…
