ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় ৫০ হাজার টাকা জরিমানা

লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় ৫০ হাজার টাকা জরিমানা

 

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধে (লকডাউন) স্বাস্থ্যবিধি না মানায় এবং বাসা থেকে বের হওয়ার দায়ে ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে ৪৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ এপ্রিল) ডিএনসিসির বিভিন্ন এলাকায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মাধ্যে ডিএনসিসি অঞ্চল-১ এ আটটি মামলায় দুই হাজার ২০০টাকা, অঞ্চল-২ এ সাতটি মামলায় এক হাজার ৫০০ টাকা, অঞ্চল-৩ এ ছয়টি মামলা ১৫ হাজার ৬০০ টাকা, অঞ্চল-৪ এ আটটি মামলায় তিন হাজার ৪০০ টাকা, অঞ্চল-৫ এ সাতটি মামলায় আট হাজার ৯০০ টাকা, অঞ্চল-৬ এ সাতটি মামলায় ছয় হাজার ৫০০ টাকা, অঞ্চল-৭ এ তিনটি মামলায় চার হাজার টাকা, অঞ্চল-৮ এ সাতটি মামলায় সাত হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় সকল কাঁচা বাজার উন্মুক্ত জায়গায় রেখে সকলকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সবজি ক্রয়-বিক্রয় এবং জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।