নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে মামুনুল হক কাণ্ডে হেফাজতের হামলা, ভাঙচুর ও নাশকতায় পুলিশের করা মামলার প্রধান আসামিসহ সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে র্যাব-১১। ওই ঘটনায় যতগুলো মামলা হয়েছে তার প্রত্যেকটিতেই এই চারজন আসামি।
সোমবার (১২ এপ্রিল) সকালে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও পুলিশি কাজে বাধা এবং নাশকতার মামলার প্রধান আসামি সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ইকবাল হোসেন (৫০)-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অপর তিনজন হলেন সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের আমির মহিউদ্দিন খান (৫০), সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি শাহাজাহান ওরফে শিবলী (৪৩), সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মোয়াজ্জেম( ৪৯)।
তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা পুলিশের করা মামলার এজাহার নামীয় এক, দুই, চার ও ছয় নম্বর আসামি। এছাড়াও অন্য মামলাতেও তাদের নাম রয়েছে। রবিবার (১১ এপ্রিল) বিকাল ৫টার দিকে রাজধানীর জুরাইন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল। গ্রেফতার চার জনকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।