শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজার বায়তুল কোরান মাদ্রাসায় আদালত এ দণ্ড দেওয়া হয়েছে।
মাদ্রাসাটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উপজেলার বাহাদুরপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে মাওলানা মাহবুবকে (৪৫) দুই হাজার টাকা জরিমানা করা হয়।
সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটপাড়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম সুলতানা রাজিয়া।
সুলতানা রাজিয়া জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নাজিরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নাজিরগঞ্জ বাজার বায়তুল কোরআন মাদ্রাসায় প্রায় ২০ জন ছাত্রীর উপস্থিতি দেখা যায়।
তিনি জানান, আদালতের কাছে ওই শিক্ষক অঙ্গীকার করেছেন-পরবর্তীতে আর সরকারি নির্দেশ অমান্য করে মাদ্রাসার কাজ চালাবেন না।
এদিকে শনিবার সকাল থেকে সন্ধ্যা নাগাদ জেলা সদরসহ জেলার ১০ উপজেলার বিভিন্নস্থানে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম জাফর আরিফ চৌধুরী।
তিনি জানান, জেলার ৬৬টি স্থানে ৮২ জনকে ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
London Bangla A Force for the community…
