ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেফাজতে ইসলাম নেতা মাওলানা আজিজুল হক মোল্লার তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান আসামির রিমান্ডের এ আদেশ দেন।
আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রমনা থানার মামলায় আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নাকচ করে রিমান্ডের ওই আদেশ দেন।
London Bangla A Force for the community…
