করোনা পরিস্থিতিতে ফের লকডাউন ঘোষণা করলেও তা মানবেন না বলে ঘোষণা দিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। বুধবার (৭ এপ্রিল) সকাল ১১টায় নগরীর হাসান মার্কেটে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় ব্যবসায়ীরা তাদের মতামত ব্যক্ত করেন। সরকার যদি দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করে তাহলে রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা থেকে সিলেট নগরীর সবকটি দোকানপাট খোলা রাখবেন তারা।
বৈঠকে সিলেট নগরীর বিভিন্ন শপিংমলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন। তিনি বলেন, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি। এমনিতেই আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ঘোষিত এক সপ্তাহের লকডাউনের পর যদি ফের লকডাউন দেওয়া হয়, তাহলে আমরা তা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবো। এছাড়া আমাদের আর কোনও উপায় নেই।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না বলেন, সরকারের এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত মেনে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি। কিন্তু এরপর যদি আর লকডাউন দেওয়া হয় তাহলে তা মানা হবে না।
তিনি বলেন, শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় আমরা কোর্ট পয়েন্টে মানবন্ধন করবো। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা থেকে সিলেটের সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হবে বলে জানান তিনি।