ব্রেকিং নিউজ
Home / নিউজ / সোমবার থেকে নৌপথেও যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা

সোমবার থেকে নৌপথেও যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা

 

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সোমবার থেকে এক সপ্তাহের ‘লকডাউনের’ সরকারি সিদ্ধান্তের পর পর ওই দিন থেকে যাত্রীবাহী সব নৌযান চলাচলও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

তবে পণ্যবাহী লঞ্চ চলাচল অব্যাহত থাকবে বলে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে যে, সোমবার সকাল থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে না।

শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, সরকার সোমবার থেকে একসপ্তাহ সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও লকডাউনের বিষয়ে বলেছেন।

এরপর লকডাউনে আভ্যন্তরীণ বিমান পরিবহন ও যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।