পুলিশি বাধায় বাসা থেকে বের হতে পারছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যদিকে বাসায় সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ায় গণমাধ্যমে স্কাইপের মাধ্যমে বক্তব্য দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সোমবার বিকেল ৫টার দিকে বিএনপির দলীয় সূত্রে এমন তথ্য জানা গেছে।
এদিকে সকাল থেকে বাসার ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া না হলেও বিকেল ৫টার দিকে চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদকে বাসার ভেতর ঢুকতে দিয়েছে পুলিশ।
এর আগে সোমবার বেলা সোয়া ২টার দিকে চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল (অব.) আব্দুল মজিদ সাংবাদিকদের জানিয়েছিলেন অবরুদ্ধ খালেদা জিয়া যেকোনো মূল্যে নয়াপল্টনের উদ্দেশ্যে বের হয়ে আসবেন।
উল্লেখ্য, খালেদা জিয়া দুদিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তার গুলশানের বাসা ঘিরে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। বাসার সামনে একটি অত্যাধুনিক রেকার, জলকামান, বালিভর্তি ট্রাক রাখা হয়েছে।
London Bangla A Force for the community…
