চট্টগ্রামে বাসায় উপ-পরিদর্শক (এসআই) মর্যাদার এক পুলিশ কর্মকর্তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খুলশী থানার এসআই মহিম উদ্দিনের ছেলে মুশফিকুল হক মাহিন (১৮) শুক্রবার নগরীর আকবর শাহ থানার মিরপুর আবাসিক এলাকার বাসায় বাবার পিস্তল দিয়ে আত্মহত্যা করেন। গত বছর সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন মাহিন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী) আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, শুক্রবার দুপুরে মাহিনকে তার বাবা বকা দিয়েছিলেন। এতে অভিমান করে মাহিন তার বাবার সার্ভিসেস পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ছেলেকে বকা দিয়ে নামাজ পড়তে মসজিদে যান এসআই মহিম উদ্দিন। পরে তার ছেলে গোসল করে নিজ রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে মাহিনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। মাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে মাহিনের লাশ উদ্ধার এবং বাসা থেকে পিস্তলটি জব্দ করে।
নগরীর আকবর শাহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন সাংবাদিকদের বলেন, এইচএসসি পাস করে মাহিন মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু শুক্রবার অনুষ্ঠিত মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নেননি মাহিন। এজন্য বাবা তাকে বকাঝকা করেছিলেন।
অনুমান, এতে তিনি অভিমান করে আত্মহত্যা করেন।’
London Bangla A Force for the community…
